1. editor@farabiblog.com : Shafiur Rahman Farabi : Shafiur Rahman Farabi
  2. necharlenovo@gmail.com : Nechar :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

তসলিমা নাসরিনের লেখা চুরির কাহিনী জানুন

ফারাবী শাফিউর রহমান
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
  • ২২৪ জন পড়েছেন

যে বইটি লিখে তসলিমা নাসরিন ‘আনন্দ পুরুস্কার ‘ পেয়েছেন সেটি হল,’নির্বাচিত কলাম’। তাসলিমা নাসরিনের এই ‘নির্বাচিত কলাম’ গ্রন্থটি পশ্চিমবঙ্গের বিশিষ্ট গবেষক ও লেখিকা সুকুমারী ভট্টাচার্যের “প্রাচীন ভারতঃ সমাজ ও সাহিত্য” বইটার হুবহু নকল ! এইভাবেই অন্যের লেখা চুরি করে তসলিমা নাসরিন নিজের নামে চালিয়ে বাজারমাত করে বিখ্যাত হয়েছেন। তসলিমা নাসরিন উনার লেখনীর সাথে জুড়ে দিয়েছে দুটি বিষয়বস্তু, তা হল ইসলাম বিদ্ধেষ ও যৌনতা। আর তাতেই চরিত্রহীন মিডিয়া তসলিমা নাসরিনকে জোনাকী থেকে নক্ষত্র বানিয়ে দিয়েছে। এই চরিত্রহীন মিডিয়ার কারনেই তসলিমা নাসরিন আজ জনপ্রিয় লেখিকা !
১৯৯৪ সালে তসলিমার আনন্দ পুরস্কার নিয়ে যখন অনেক হইচই হচ্ছে যে তসলিমার নির্বাচিত কলাম বইটা তসলিমার মৌলিক লেখা না তখন তসলিমা বলেছিলেন উনি নাকি সুকুমারী ভট্টাচার্যের খুব ভক্ত। তাই সুকুমারী ভট্টাচার্যের “প্রাচীন ভারতঃ সমাজ ও সাহিত্য” বইটার সব লেখা উনি উনার ‘নির্বাচিত কলাম’ বইতে হুবহু কপিপেস্ট করে দিয়ে দিয়েছেন !
সুকুমারী ভট্টাচার্যের “প্রাচীন ভারতঃসমাজ ও সাহিত্য” এই বইটা আপনারা রকমারী থেকে কিনতে পারবেন।

http://www.rokomari.com/book/51701

তসলিমার আরেকটা লেখা চুরির কাহিনী আপনাদেরকে বলি। তাসলিমা নাসরিনের ‘ফেরা’ নামক ছোট উপন্যাসটিও দিব্যেন্দু পালিতের লেখা ‘আলমের নিজের বাড়ী’ নামক গল্পটি থেকে চুরি করে নেওয়া। তাপস রঞ্জন রায় লিখেছেন, ‘ফেরা’ নামে তসলিমা নাসরিনের বড়গল্প বা ছোট ঊপন্যাসটির বিষয় মোটেও ওরিজিনাল নয়। ‘ফেরা’র কাহিনী খুব সহজেই এই বাংলার প্রখ্যাত সাহিত্যিক দিব্যেন্দু পালিতের ‘আলমের নিজের বাড়ি’ গল্পের কথা মনে করে দেয়। দিব্যেন্দু বাবুর গল্পে আলম বাংলাদেশ থেকে কলকাতায় এসে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়, তাসলিমার গল্পে, কল্যানি কলকাতা থেকে বাংলাদেশে গিয়ে সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হয় ! এমন কি দুটি গল্পেরই শুরু প্লেন থেকে নামা দিয়ে এবং শেষ ফিরে যাওয়া দিয়ে । ফেরা’য় অনেক প্যাড-আপ ও ইনিবিনি করেও এমনকি সৌমিত্র নামে একটি হিন্দু যুবক কে দিয়ে কল্যানির পেটিকোটের দড়ি খুলিয়েও তসলিমা দিব্যেন্দু পালিতের লেখা ‘আলমের নিজের বাড়ী’ এই বইয়ের বিষয়গত সাদৃশ্য লুকতে পারেননি। তথ্যসূত্রঃ তাপসরঞ্জন রায় । ঢাকুরড়িয়া,কোলকাতা-৩১
(সৌজন্যে ; আজকাল,২১শে জুলাই ১৯৯৫) অর্থ্যাৎ আমি নিজে লিখতে না পারলে কি হবে আমি সুকুমারী ভট্টাচার্য, দিব্যেন্দু পালিতের বইপত্র থেকে সব গল্প উপন্যাস চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছি। আর আমার প্রেমিকরাও এগুলি আমার নিজের লেখা বলে প্রচার করছে।
হুমায়ন আজাদও যে একটা লেখা চোর ছিল সেটা আহমদ ছফাই প্রমাণ করে গেছেন। হুমায়ন আজাদের লেখা “আমার অবিশ্বাস” বইটা Bertrand Russell এর লেখা Why I Am Not a Christian এই বইটার হুবহু অনুবাদ।
প্রত্যেকটা মুক্তমনাই হচ্ছে এক একটা লেখা চোর। পশ্চিম বাংলার যেইসব কবি সাহিত্যিকদের কে বাংলাদেশের মানুষ চিনে না এই তসলিমা নাসরিন হুমায়ন আজাদ তাদের লেখা চুরি করে নিজেদের নামে চালিয়ে দেয়।

অন্যদের পড়ার সুযোগ করুন...

                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য লিখা

ফেসবুকে যুক্ত হোন

Why I’m Asking For Donation?

© All rights reserved © 2025 Farabi Blog
Developed by ItNex BD