আমাদের প্রিয়নবী ﷺ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে। কিন্তু সুবহানাল্লাহ! এত বছর পরও রাসূলুল্লাহ ﷺ এখনও সারা বিশ্বজুড়ে সর্বত্র কতো প্রাসঙ্গিক! আজো বিশ্বব্যাপী নিতান্ত মুহাব্বত ও ভালোবাসায় আল্লাহর রাসূলের মুবারক জীবনাচার নিয়ে কত গবেষণা চলছে। কত ওয়াজ-মাহফিল় বক্তৃতা-সেমিনার-সিম্পোজিয়াম় প্রতি নিয়ত কত সহস্র বই-পুস্তক ও অভিসন্দর্ভ রচিত হচ্ছে। কত না‘ত-গজল ও কবিতা আবৃত্তি হয়। আবার কেউ কেউ নবীজী ﷺ কে কেন্দ্র করে গতানুগতিক মীলাদ-মাহফিল কিংবা অন্য পন্থায়ও নিজেদের জীবিকা নির্বাহ করছেন! অপরদিকে একশ্রেণির তথাকথিত নাস্তিক-মুরতাদ ও ইসলাম বিদ্বেষীরা আমাদের নবীজীকে নিয়ে কুৎসা রটনা অশ্লীল লেখালেখি তথ্য বিকৃতি করে নিজেদের পেট চালাচ্ছে। এই উসীলায় ইউরোপ-আমেরিকার এসাইলাম বাগিয়ে নিচ্ছে! সাদা চামড়ার দেশে ভালোভাবে জীবিকা নির্বাহ করছে। তাদের এই লেখাগুলো যদি হিন্দুদের দেব-দেবী গৌতম বুদ্ধদের নিয়ে হতো তাহলে পশ্চিমা বিশ্ব তাদের দিকে ফিরেও তাকাতো না। কারণ পশ্চিমা বিশ্ব হিন্দুদের দেবদেবী গৌতম বুদ্ধ বোধিসত্ব এইসব সমালোচনামূলক লেখালেখির প্রতি কোন আগ্রহ বোধ করে না।
এখন ফারাবি রচনা সমগ্র ১ম ও ২য় খন্ড আকাড়ে পাওয়া যাচ্ছে দেশের জনপ্রিয় প্লাটফর্ম রকমারি ও ওয়াফিলাই্টে।
ফারাবি রচনা সমগ্র ১ম খন্ডের লিংক,
রকমারিঃ https://www.rokomari.com/book/511418/farabi-rochona-shomogro-1st-part
ওয়াফিলাইটঃ https://www.wafilife.com/farabi-rochona-somogro-1st-part/dp/1376736
ফারাবি রচনা সমগ্র ২ম খন্ডের লিংক,
রকমারিঃ https://www.rokomari.com/book/511419/farabi-rochona-shomogro-2nd-part
ওয়াফিলাইটঃ https://www.wafilife.com/farabi-rochona-somogro-2nd-part/dp/1376748
এছাড়াও আমি ফারাবি, থাকছি বই মেলায়, দুপুর ২টা থেকে পুর্ব গেটে ১৩৬ এ।